দেশজুড়ে

শেকৃবির শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপি বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। 

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে মাছ কেনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এক শিক্ষার্থীকে মারধর করেন এক ব্যবসায়ী।  ঘটনার খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং দুজনকে আটকে রাখা হয়।  সংঘর্ষের খবর ক্যাম্পাসে পৌঁছালে রাত ৯টার দিকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন।  উত্তপ্ত পরিস্থিতিতে দোকানদার ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।  আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেন।  পরে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী জানান, এক শিক্ষার্থী মাছ কেনার সময় প্রতারণার শিকার হন। প্রতিবাদ করলে ব্যবসায়ীরা তাকে মারধর করে।  এরপর আরও কয়েকজন শিক্ষার্থী গেলে তাদের ওপরও দলবদ্ধভাবে হামলা চালানো হয়।

ওসি ইমাউল হক জানান, ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন