টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি। আগের টানা চার ম্যাচে দুই গোল করার পর আজ সোমবার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ম্যাচে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ২-১ গোলে।
ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের আগে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে।
টানা চার এমএলএসেই কারও জোড়া গোল ছিল না। মেসি নিজের রেকর্ডটাই আজ আরও উচ্চতায় তুলেছেন। তবে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকার আজকের কীর্তি শুধু জোড়া গোলে নয়, ফ্রি কিকেও।
ফ্রি কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি। ৬৯ ফ্রি কিক গোল নিয়ে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তাঁর সামনে শুধু জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।