খেলাধুলা

মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম ভাঙচুর করল ক্ষুব্ধ দর্শক

ছবি: সংগৃহীত

ভারত সফরে আসা আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির প্রথম দিনেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মেসিকে ভালোভাবে দেখতে না পারায় উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ভাঙেন, বোতল ছুড়েন এবং শেষ পর্যন্ত ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন।

মেসির গাড়ি সকাল ১১:৩০ নাগাদ স্টেডিয়ামে প্রবেশ করে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ৭০–৮০ জন দর্শক তাকে ঘিরে ধরায় গ্যালারির অন্য দর্শকরা মেসিকে দেখতে পাননি। চড়া দামে টিকিট কেটে মাঠে আসা ভক্তরা হতাশ হয়ে ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে হস্তক্ষেপ করেন। তাতেও ভিড় শান্ত হয়নি। ১১:৫২ মিনিটে মেসিকে নিরাপত্তার কারণে স্টেডিয়াম থেকে বের করা হয়। এরপর দর্শকরা আরও উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করেন। পুলিশ কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, ভক্তরা আবার মাঠে ঢুকে পড়ে।

মেসির আগমন কেন্দ্র করে যত ধরনের আয়োজন ছিল, পণ্ড হয়ে গেছে তার সবই। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্যালারিতে হাজির হওয়া অনেক দর্শককে চড়া দামে টিকিট কেটে ঢুকতে হয়েছিল। সর্বনিম্ন ৩৮০০ থেকে সর্বোচ্চ ১১৮০০ রুপি খরচ করেও মেসিকে দেখতে না পেয়ে তাঁরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন।

কলকাতা থেকে আজই হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে মেসির। সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া’।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন