ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে নজিরবিহীন ছাঁটাই
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। শুক্রবার (১১ জুলাই) একদিনেই চাকরি হারিয়েছেন ১,৩৫০ জনেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক রদবদল বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন ১,১০৭ জন সিভিল সার্ভিস সদস্য এবং ২৪৬ জন অভিজ্ঞ ফরেন সার্ভিস কর্মকর্তা। অধিকাংশই যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। এ পদক্ষেপকে ট্রাম্প প্রশাসন ‘সরকারি ব্যয় সংকোচনের উদ্যোগ’ হিসেবে তুলে ধরলেও, আন্তর্জাতিক অঙ্গনে এটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিশ্লেষকদের মতে, এমন সময় এই গণছাঁটাই এলো, যখন বিশ্বজুড়ে একাধিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্র মুখোমুখি চ্যালেঞ্জের—ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধ, আর ইসরায়েল-ইরানের টানাপোড়েনের জেরে অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য। এমন সংকটময় পরিস্থিতিতে অভিজ্ঞ কূটনীতিকদের হঠাৎ বরখাস্ত করার ঘটনা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। তাছাড়া, এতে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও প্রভাবও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
এদিকে হোয়াইট হাউজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারের অন্যান্য সংস্থাতেও ভবিষ্যতে এমন ছাঁটাই ঘটতে পারে। তবে সরকারি ব্যয় হ্রাসের নামে কূটনৈতিক শক্তির এমন ভাঙন দেশটির আন্তর্জাতিক নীতিকে কোন পথে নিয়ে যাবে—তা নিয়ে এখন বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এসি//