আন্তর্জাতিক

চীনের হামলা ঠেকাতে মার্কিন রকেট মোতায়েন তাইওয়ানের

হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স)

চীনের হুমকি মোকাবিলায় তাইওয়ানে চলছে ১০ দিন ব্যাপী সামরিক মহড়া । এরই অংশ হিসেবে মহড়ার চতুর্থ দিন শনিবার অত্যাধুনিক মার্কিন রকেট মোতায়েন করেছে দেশটি।  

তাইওয়ান উপকূলে দেশটির তাইচুং শহরে দুটি আর্মড ট্রাকে করে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) মোতায়েন করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

তাওয়ানের সামরিক মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেন, সক্রিয় করার আগ পর্যন্ত শুত্রুর আকাশ নজরদারি ও স্যাটেলাইট থেকে হাইমার্সকে লুকিয়ে রাখার বিষয়টি অত্যন্ত জরুরী হবে।

অনেকদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। দেশটিকে করায়ত্ত করতে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন