শিক্ষা

আজ প্রকাশিত হচ্ছে এসএসসির ফল, যেভাবে জানবেন ফলাফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশিত হচ্ছে । দেশের ১১টি শিক্ষা বোর্ড তাদের নিজ নিজ ওয়েবসাইটে ফল উন্মুক্ত করবে। একই সঙ্গে কেন্দ্রীয় ফলাফল সাইট ও মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে।

পরীক্ষার্থীরা educationboardresults.gov.bd অথবা নিজেদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘রেজাল্ট’ বিভাগে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফল দেখতে পারবেন।

নিজ নিজ স্কুল বা মাদ্রাসায় গিয়ে ফল সংগ্রহ করা যাবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সঠিক ফল জানার জন্য শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো মোবাইল থেকে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে লিখুন: ‘SSC বোর্ডের তিন অক্ষরের নাম রোল নম্বর পরীক্ষার বছর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণ: ‘SSC DHA 123456 2025

ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ফলাফল প্রস্তুত এবং প্রযুক্তিগত যাচাই-পর্ব শেষ। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টায় সারাদেশে ফল প্রকাশ করা হবে।

ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা আগামীকাল (১১ জুলাই) সকাল থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শুধু টেলিটক সিম ব্যবহার করে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে।

মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: ‘RSC বোর্ডের তিন অক্ষরের নাম রোল নম্বর বিষয় কোডএবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড আলাদা করতে হবে কমা দিয়ে (যেমন: ১০১,১০২)। প্রতি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

গেল ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। তবে পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২৬ হাজারের বেশি শিক্ষার্থী। পরে এ সংখ্যা আরও বেড়ে যায়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন