হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন গুলিতে নিহত সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের যুক্তি তর্ক শেষে এ আদেশ দেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আজ আদালত জামিন না মঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাবো।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আবুল কালাম আজাদ জাকির বলেন, আইভী ঘটনার সঙ্গে জড়িত। আদালতে তুলে ধরা রাষ্ট্র পক্ষের যুক্তি আদালত আমলে নিয়ে জামিন নামঞ্জুর করাকে যৌক্তিক মনে করেছেন।
প্রসঙ্গত, গেল বছরের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুতা কারখানার শ্রমিক সজল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় চলতি বছর ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
এমএ//