পেদ্রোর গোলে হেরে দ্বিগুণ কষ্ট ফ্লুমিনেন্স সমর্থকদের
রিও ডি জেনেইরোতে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন একটি স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল এক পরিচিত মুখের হাতেই।
চেলসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরেছে ফ্লুমিনেন্স। দু’টি গোলই করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। যিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্লুমিনেন্স থেকেই। মাত্র ছয় দিন আগে চেলসিতে যোগ দিয়ে, আজ তিনি তার সাবেক ক্লাবের স্বপ্ন ভেঙে দিলেন।
ক্লাব বিশ্বকাপ থেকে ব্রাজিলের সবশেষ দল হিসেবে বিদায় নিলো ফ্লুমিনেন্স। দ্বিতীয় রাউন্ডের ইন্টার মিলান এবং কোয়ার্টার ফাইনালে আল হিলালের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে সেমিফাইনালে এসেছিলো ব্রাজিলিয়ান ক্লাবটি।
এদিকে নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে গোল করে মাঠেই হাত উচিয়ে ক্ষমা চেয়েছেন পেদ্রো। ম্যাচ শেষে জানিয়েছেন ফ্লুমিনেন্সের বিপক্ষে গোল করায় তার খারাপ লাগছে। কিন্তু এটাই ফুটবলের নিয়ম।