আন্তর্জাতিক

শপথ করেছি, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা হতে দেব না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন পরিচালনা করতে পারবে- এ অধিকার তাদের থাকা উচিত, তবে তারা সার্বভৌম ক্ষমতা পাবে না। নেতানিয়াহুর স্পষ্ট ঘোষণা, ইসরায়েল কখনোই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না।

মঙ্গলবার (০৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০৭ জুলাই) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় এসব কথা বলেন নেতানিয়াহু। ওই বৈঠকে গাজায় চলমান যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। 

নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সব ক্ষমতা থাকা উচিত। কিন্তু আমাদের হুমকির মুখে ফেলতে পারে, এমন কোনো ক্ষমতা তাদের হাতে থাকা উচিত নয়। এর অর্থ হলো সব সার্বভৌম ক্ষমতা—যেমন সামগ্রিক নিরাপত্তা—সব সময় আমাদের হাতেই থাকবে।’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্তা—সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা—সব সময় আমাদের হাতেই থাকবে।’

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না মর্মে তিনি বলেন, ‘এখন অনেকেই বলবে, ‘এটি তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটি রাষ্ট্রই নয়, এটা ওটা।’ আমরা এসব নিয়ে ভাবি না। আমরা শপথ করেছি—আর কখনো নয়, এটা আর কখনো ঘটতে দেওয়া হবে না।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলেই মনে হয়। কারণ নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয়—স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কী? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন