ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম মাধ্যম টাইমস অফ ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছে। সফরে নেতানিয়াহু ইরান ও গাজা ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটন ডিসির বাইরে জয়নট বেস অ্যান্ড্রুজে অবস্থান করছেন। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নেতানিয়াহুর এই সফরের আগে ইসরাইলি যুদ্ধবিমান ইয়েমেনের তিনটি বন্দর-হোদেইদাহ, রাস ইসা ও সাইফে হামলা চালিয়েছে। হামলার ফলে রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়,দু'বছর আগে জাহাজটি ছিনতাই হয়েছিল।
হামলার বিষয়টি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ নিশ্চিত করেছেন।
এসকে//