আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

আমেরিকা বিরোধী নীতিতে ব্রিকসের সঙ্গে যুক্ত হলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক : ট্রাম্প

ছবি: সংগৃহীত

আমেরিকাবিরোধী নীতিতে’ ব্রিকসের সঙ্গে যুক্ত হলে ওই দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এমন হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (০৭ জুলাই)  ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি হুঁশিয়ারি জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’  এই বার্তা দেন তিনি।

ট্রাম্প লেখেন, ‘যে দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিতে নিজেদের যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ!’

তবে অ্যান্টি-আমেরিকান’ হিসেবে কোন নীতিকে ট্রাম্প চিহ্নিত করছেন, তা বিস্তারিত কিছু লেখেননি। ট্রাম্পের এমন নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে। ব্রিকস সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই তার এই প্রতিক্রিয়ার কারণ কিনা তা নিয়ে গুঞ্জন চলছে।

২০০৯ সালে প্রথম ব্রিকস সম্মেলনে যোগ দেয় ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। পরে এই জোটে দক্ষিণ আফ্রিকাও যুক্ত হয়। গেল বছর এই জোটে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত হাত মেলায়। আন্তর্জাতিক অর্থনীতিতে এই জোটকে একটি বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প মনে করছেন, এই জোটের কিছু নীতি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও পড়ুন