মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদকাসক্ত ছেলের
নেত্রকোনায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগের পর প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ওই ছেলের নাম সজীব মিয়া (৩০)। রোববার (০৭ জুলাই) কমলাকান্দা উপজেলার আগবগজান গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।
মা মাজেদা আক্তার জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সজীব মাদক কেনার জন্য প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সে টাকা দিতে না চাইলে সজীব ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। ছেলের এমন নির্যাতন সহ্য করতে না পেরে প্রশাসনের কাছে অভিযোগ জানান মা মাজেদা। এরপরই কমলাকান্দা উপজেলা প্রশাসন তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতে বিচারের মুখোমুখি করা হয় তাকে।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, মাদক সেবন করার কথা স্বীকার করেছে সজীব মিয়া। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।
এসকে//