দেশজুড়ে

শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও একজন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় চুরির অপবাদ দিয়ে মেকানিক্যাল শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ওই কারখানার এক নিরাপত্তাকর্মী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে কোনাবাড়ীর সেলিমনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শফিকুল ইসলাম কোনাবাড়ী থানাধীন হরিনাচালা (সেলিম নগর) এলাকায় অবস্থান করছে। সোমবার মধ্যরাতে ওই এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

শ্রমিক নিহতের ঘটনায় শনিবার (২৮ জুন) রাতে নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৯ জুন হাসান মাহমুদ মিঠুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মিঠুন একই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

প্রসঙ্গত, শনিবার (২৮ জুন) ভোরে কোনাবাড়ীর গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় হৃদয়কে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। মারধর করে হত্যার একটি ভিডিও রবিবার (২৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন