ইরান ও রাশিয়ার শাসনব্যবস্থাকে নিষ্ঠুর বললেন ইউক্রেন প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ইরান বিশ্বের অন্যতম নিষ্ঠুর শাসনব্যবস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাদের সঙ্গে মিল খুঁজে পেয়েছে।
রোববার (২৯ জুন) ভিডিও বার্তায় তিনি জানান, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি৭-এর নিষেধাজ্ঞার সঙ্গে ইউক্রেন সমন্বিত হয়েছে।
জেলেনস্কি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন ইইউর ১৩তম ও ১৪তম নিষেধাজ্ঞা প্যাকেজ ইউক্রেনের সঙ্গেও একীভূত। এদিকে, রাশিয়ার জ্বালানি খাত ও অর্থনীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ আটকে গেছে।
ইইউর পররাষ্ট্রবিষয়ক পরিষদের বৈঠকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছে।