অর্থনীতি

রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা

রাজস্ব আদায় হোঁচট খেয়েছি : এনবিআর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২০২৫ অর্থবছর (জুলাই-জুন) শেষে প্রাথমিক হিসাবে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগ ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আদায়ে হোচট খাওয়ার কথা স্বিকার করেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানতবে সবকিছু ভুলে গিয়ে প্রতিষ্ঠানের সবাইকে নিতে দেশের স্বার্থে কাজ করবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (৩০ জুন) এনবিআরের প্রধান কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে এটা নিশ্চিত। কিন্তু যে রকম আশা করছিলাম, একটু তো হোঁচট খেয়েছি গত কয়দিনের কাজ-কর্মে। ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়েছে। রাজস্ব আদায় হোঁচট খেয়েছে। যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব

রাজস্ব আদায়ের পরিসংখ্যান উপস্থাপন করে তিনি বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে

জানা যায়, চলতি অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয় বলে জানা গেছে।

এর আগে গত ১১ মাস (জুলাই-মে) শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন