রাজনীতি

নাহিদ নয়, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সরকার প্রধান দাবি আপ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করার যে ঘোষণা দিয়েছেন, তা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সরকার প্রধান। কোনও বেসরকারি পর্যায় থেকে এটি কার্যকর করা সম্ভব নয়।

সোমবার (৩০ জুন) রাজধানীর বিজয়নগরে আপ বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ।

জুনায়েদ দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সততার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা ও অনৈতিকতার অভিযোগ উঠেছে; যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই যায় না। তাই ছাত্র-জনতার একটি অংশ তাদের সঙ্গে নেই।

তিনি বলেন, সরকার কেন নির্ধারিত সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি, সে ব্যাখ্যাও এখন পর্যন্ত দিতে পারেনি। গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং সুচিকিৎসাও নিশ্চিত করেনি।

তিনি আরও বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের কোনও তুলনা না করেও বলতে হয় মুক্তিযুদ্ধের পর জুলাই গণঅভ্যুত্থানের মতো এতো বড় আন্দোলন আর হয়নি। তাই এই আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। এ জন্য যারাই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন চান, তারা নিজেরা ঘোষণা না করে সরকার থেকেই তা আদায় করতে হবে

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের এক বছর উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে আপ বাংলাদেশ।

এর মধ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে আপ বাংলাদেশ। ১৫ জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, ১ আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ, ৩ আগস্ট হাসিনা পতনের এক দফা দাবি স্মরণ এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন উল্ল্যেখযোগ্য।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন