১৫ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য মিরপুর কলেজে যেতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন এক এইচএসসি পরীক্ষার্থী।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে সেই পরীক্ষার্থীকে উদ্ধার করার খবর পাওয়া যায়।
জানা যায়,গেল রোববার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও বাসায় না আসার কারণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরীক্ষার কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায় সে কেন্দ্রে যাননি। এতে তার পরিবার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে প্রায় ১৫ ঘণ্টা পর সাভার থেকে উদ্ধার করে র্যাব-৪।
পরীক্ষার্থী র্যাবকে জানান,বাসা থেকে বের হওয়ার পর তিনি এক নারীর খপ্পরে পড়েন। ওই নারীকে নাকে কিছু ছোঁয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পড়ে তাকে সাভারের একটি নির্জন স্থানে নিয়ে যান। কিন্তু কিছু সময় পর তার জ্ঞান ফিরলে তাকে পোশাক পরিবর্তন করতে বলা হয়। ওই সুযোগে তিনি ওই স্থান ত্যাগ করে জঙ্গলের মধ্যে দৌড়ে যান এবং র্যাবের একটি গাড়ি দেখে তাদের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানান।
র্যাবের পক্ষ জানানো হয়েছে, ওই পরীক্ষার্থীর বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এসকে//