ট্রোলিং সহ্য করতে শিখে গিয়েছি : সারা
পরিচালক অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করেছেন সারা আলী খান। ছবিটিতে তিনি এক শহুরে আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে তার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর।
সম্প্রতি গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে সারা ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের বিষয়েও কথা বলেছেন।
সারা আলী খান তার চরিত্র সম্পর্কে বলেন,‘মেট্রো ইন দিনো’ তে আমার চরিত্রটি গ্ল্যামারাস নয় বরং,খুবই বাস্তব এবং সহজ-সরল। বাসুদা (অনুরাগ বসু) এর ভাবনায় চরিত্রটি তৈরি হয়েছে। শহুরে মেয়ের এমন চরিত্রে অভিনয়ের আগে কখনো কাজ করার সুযোগ পাইনি, তাই এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একদম স্বপ্নের মতো। ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখার পর আমি তাঁর কাজের ভক্ত হয়ে গিয়েছিলাম। আজ আমি নিজে ‘মেট্রো’–তে অভিনয় করছি, এটা সত্যিই বিশেষ এক অনুভূতি।

ছবির গান ও ট্রেলার ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এবং সারা-আদিত্য জুটির রসায়ন বেশ প্রশংসিত হয়েছে।
সারা বলেন, আদিত্য একজন সহজ-সরল মানুষ। তিনি সবসময় সহঅভিনেতাদের স্বাচ্ছন্দ্য বোধ করাতে জানেন। তার সঙ্গে কাজ করা খুব ভালো লাগছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের বিষয়ে সারা বলেন,এখন আমি ট্রোলিং সহ্য করতে শিখে গিয়েছি। জানি, আমি যা-ই করি না কেন, মানুষ মন্তব্য করবে। তবে, যখন আমার মা এগুলো পড়েন, তখন তিনি কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। কিন্তু এসব নিয়ে গা ভাঙার কিছু নেই।

সারা আরও বলেন, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যদের মতামতকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, যা কখনো কখনো অতিরিক্ত হয়ে যায়।

২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল এবং সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছিল। তার সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ আগামী ৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলী ফজল ও ফাতিমা সানা শেখ। প্রীতমের সংগীত পরিচালনায় ছবিটির গানগুলোও বেশ জনপ্রিয় হয়েছে, বিশেষ করে অরিজিৎ সিংয়ের গানে ছবির সুর আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
এসকে//