আগামী মাসের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হবে : আলী রীয়াজ
রাজনৈতিক সলগুলোর সম্মতি পেলেই জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ স্বাক্ষর হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (২৯ জুন) দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি।
আলী রিয়াজ বলেন, প্রাথমিকভাবে এটি আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বাক্ষরের পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে আগামী মাসের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে।
আলী রীয়াজ জানান, জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ঐকমত্য কমিশন কিছু নীতিগত অবস্থান থেকে সরে এসেছে এবং রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সময় এসেছে দলগুলোকেও নমনীয় হয়ে কিছুটা ছাড় দেওয়ার।
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক শক্তির প্রতিপক্ষ নই, বরং একটি দায়িত্বশীল ভূমিকায় আছি। বাস্তব পরিবর্তন রাজনৈতিক দলগুলোকেই আনতে হবে। আমরা শুধু চাই, কোনো গোষ্ঠী যেন জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংবিধান সংশোধন না করতে পারে। একই সঙ্গে বিচার বিভাগ ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা সুরক্ষিত থাকুক।’
জুলাই অভ্যুত্থানের স্মৃতি টেনে আলী রীয়াজ বলেন, ‘সেদিন আমরা কেউ নিজেদের দলের পরিচয় নিয়ে সামনে আসিনি। কেবল বাংলাদেশের পতাকা নিয়েই এগিয়ে গিয়েছিল সবাই। কারা নেতৃত্বে, কারা পাশে আছে, সেসব না ভেবেই আমরা ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলেছিলাম।’
তিনি বলেন, ‘গত সাতদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত ফল এখনো আসেনি। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেব, না কি ব্যক্তি ও দলের অবস্থানেই আটকে থাকব, এই প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে।’
এমএ//