আন্তর্জাতিক

জাতিসংঘের পরমাণু প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান

একাধিক সামরিক হামলা, শত শত প্রাণহানি, আর আন্তর্জাতিক চাপের মুখে এবার রীতিমতো ‘লাল সিগন্যাল’ দেখাল তেহরান। এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার জাতিসংঘকেও কড়া বার্তা দিয়েছে দেশটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি-কে নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান। শুধু তাই নয়, দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির নজরদারি ক্যামেরাও বসাতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে তারা।

শনিবার (২৮ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির জাতীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমরা IAEA-কে আমাদের পারমাণবিক স্থাপনায় ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালককেও আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”

এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে এসেছে যখন ইরান ও জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মধ্যে সম্পর্ক বেশ উত্তপ্ত। বিশেষ করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর স্বচ্ছতা ও নজরদারি নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন বেড়েছে।

এর আগে বুধবার (২৫ জুন) ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে IAEA-র সাথে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েল বিমান হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোর ওপর। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এতে অন্তত ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হন।

জবাবে ইরানও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাতে অন্তত ২৯ জন নিহত এবং ৩,৪০০ জনের বেশি আহত হন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই সংঘাত থেমে যায়।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন