কমেছে সোনার দাম, আজ থেকে বিক্রি হবে নতুন দামে
দেশের বাজারে আবারও সোনার দাম হ্রাস পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রোববার (২৯ জুন) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনা এখন প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়, যা আগের চেয়ে ২ হাজার ৬২৪ টাকা কম। তেজাবি সোনার দাম কমার প্রেক্ষিতে এই হ্রাস সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির বৈঠকে এই নতুন মূল্য চূড়ান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বাজুস জানায়, ২৫ জুনও সোনার দাম কমানো হয়েছিল। মে মাসের মাঝামাঝি থেকে টানা চার দফায় দাম বৃদ্ধির পর এটি টানা দ্বিতীয়বারের মতো সোনার মূল্য হ্রাস।
নতুন দামে ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকায় এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।
এর আগে গেল ২৫ জুন, ২২ ক্যারেট সোনার দাম কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা করা হয়েছিল। তখন ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছিল ১ লাখ ১৭ হাজার ২ টাকায়।
তবে, রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রূপা প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।