কেন আমরা ১ নম্বর দল হতে পারব না? প্রশ্ন বিসিবি সভাপতির
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর হয়ে গেছে। এই রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেট কাঠামো পরিদর্শন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ দলকে এক নম্বরে দেখতে চান বিসিবি সভাপতি। তিনি বলেন, 'দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারব না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না।'
আমিনুল ইসলাম যোগ করেন, 'কেন ১ নম্বর ওয়ানডে দল হতে পারব না ছেলেরা এবং মেয়েরা। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে।'
এমএইচ//