তালগাছ কেটে ফেলায় শতাধিক বাবুই পাখির বাসা ও ছানা ধ্বংস
ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ জুন) বিকেলে একদ ব্যক্তি পূর্ব গুয়াটন এলাকার একটি বিশাল তালগাছ কেটে ফেলে। গাছটিই ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল।
জানা যায়, ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামের মোবারেক আলী ফকিরের মালিকানাধিন জমির পাশের সরকারি সড়কের তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল।
জমির পাশে থাকা তালগাছটি মোবারেক আলী ফকির, মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন।
স্থানীরা বলছেন, এই তালগাছটি শুধু একটি গাছ ছিলো না, ছিল একটি প্রাণী বৈচিত্রের কেন্দ্র ছিল। যারা এই কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘ এ বিয়ষটি আমরা জেনে বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে মামলা করা হবে।
প্রসঙ্গত, বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত।
আই/এ