আবহাওয়া

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিনের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়েছে,বৃহস্পতিবার (২৬ জুন) থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে, যা সড়ক ও নদী পথে ভ্রমণকারীদের জন্য কিছুটা বিঘ্ন সৃষ্টি করতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস রয়েছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে বায়ুচাপের তারতম্য বেড়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা এসব এলাকার নৌবন্দরসমূহকে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন