আন্তর্জাতিক

ন্যাটোর সিদ্ধান্ত: প্রতিরক্ষা খাতে ৫ শতাংশ ব্যয় বাড়ানোর চুক্তি

ছবি: সংগৃহীত

ন্যাটোর সদস্য (পশ্চিমা সামরিক জোট) দেশগুলো আগামী ১০ বছরের মধ্যে তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গেল বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলন শেষে এই চুক্তি স্বাক্ষর করেন ৩২টি দেশের প্রতিনিধিরা।

এতে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে ন্যাটো সদস্য দেশগুলো প্রতিবছর তাদের জিডিপির ৫ শতাংশ মূল প্রতিরক্ষা চাহিদা ও নিরাপত্তাসংশ্লিষ্ট খাতে ব্যয় করবে।  এই ৫ শতাংশ ব্যয় দুই ভাগে বিভক্ত হবে। সাড়ে ৩ শতাংশ মূল প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হবে এবং বাকি দেড় শতাংশ ব্যয় করা হবে নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য খাতের জন্য, যেমন সাইবার নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন।

এ বিষয়ে  ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে ন্যাটো দেশগুলোকে তাদের জিডিপির ৫ শতাংশ ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিলেন। এই সম্মেলনে তার দাবির প্রতি সম্মতি জানিয়ে দেশগুলো এই চুক্তি স্বাক্ষর করেছে। এই সিদ্ধান্তকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সবার জন্য একটি বড় বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতারা উল্লেখ করে বলেন, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই ব্যয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু, তিনি আগেই অভিযোগ করেছিলেন যে ইউরোপের দেশগুলো ন্যাটো প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় করে না।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার মন্তব্য করেছেন, ইউরোপের জন্য এখন সময় এসেছে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে। ইতিহাসের এই বিরতির সময় এখন শেষ এবং ইউরোপকে তার নিজস্ব নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সম্মেলনের আয়োজক ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে জানান, সম্মেলনের প্রথম দিন থেকেই ট্রাম্পকে সন্তুষ্ট রাখতে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। তিনি আরও বলেন, সম্মেলনের শেষ দিনে ট্রাম্প একটি নৈশভোজে অংশগ্রহণ করেন, যেখানে তিনি ‘ফুরফুরে মেজাজে’ ছিলেন। সেই নৈশভোজে নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেক্সান্দার তার সম্মানে আয়োজন করেছিলেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন