রাজনীতি

আসিফ মাহমুদের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’ : ইশরাক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া গণমাধ্যমের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ইশরাক বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ব্যাপক প্রচারিত হয়েছে। সেখানে তিনি বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন। 

ইশরাক হোসেন বলেন, ‘আসিফ বলেছেন, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে। দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে।‘

তিনি আরও বলেন, ‘আসিফ দাবি করেছে আমাকে মিস গাইড করা হয়েছে। এই বক্তব্যর মধ্য দিয়ে তিনি আমাকে হেয় করেছেন। ঢাকাবাসীর এই আন্দোলনকে এভাবে অপমান করায় তীব্র নিন্দা জানাচ্ছি। এই অবমাননা করার জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি’। 

বিএনপির এই নেতা বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেছেন কুমিল্লার এক বিএনপি নেতা আমাকে প্ররোচনা দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের জন্য আমাকে অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। উপদেষ্টার কাছে তার প্রমাণও রয়েছে নাকি। 

এই প্রমাণ তাকে জাতির সামনে তুলে ধরতে হবে, তা না পারলে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত, ইশরাক হোসেন ২০২০ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নৌকা প্রতীকে ইশরাক হোসেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শেখ ফজলে নূর তাপস। এ ব্যাপারে ভোট জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন ইশরাক। পরে আদালতের আদেশ ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে গেল ২৭ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। কিন্তু বিভিন্ন জটিলতায় এখনো মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন