কবরস্থানের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারুটিয়া কবরস্থানের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, নিহত যুবককে এলাকায় ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে চিনতেন অনেকে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএ//