আন্তর্জাতিক

মস্কোতে বড় হামলার চেষ্টা, ইউক্রেনের ১০ ড্রোন ভূপাতিত

ফাইল ছবি

মস্কোর দিকে ধেয়ে যাওয়া ইউক্রেনের ১০টি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববারের এই হামলায় মস্কো শহরে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে শহরটির নিকটবর্তী তুলা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার কারণে আজট ক্যামিক্যাল প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া দুইজন আহত হয়েছেন। পাশাপাশি কালুগা অঞ্চলে সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন অঞ্চলটির মেয়র।

রাশিয়ার বেসামরিক বিমান পরিচালনাকারী সংস্থা রোসাভিয়াটসিয়া টেলিগ্রামে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর ভনুকোভা, ডোমোদেডোভো ও কালুগা বিমানবন্দরে সাময়িকভাবে বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছিলো। 

গেলো সপ্তাহে রাশিয়ায় কয়েকশ ড্রোন দিয়ে ‘অপারেশন স্পাইডার্স ওয়েব’ পরিচালনা করে ইউক্রেন। এতে রাশিয়ার বেশকিছু বোমারু বিমান ধ্বংস হয়ে যায়। এই হামলার জবাব দিতে কয়েদিন ধরে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। এতে অনেক ইউক্রেনীয় নাগরিক নিহত ও আহত হয়েছেন।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন