আন্তর্জাতিক

একদিনে ইউক্রেনের ২৩০ সেনা নিহত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথ ২৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা এবং ডজনের বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে বলে জানিয়েছে গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ।

শনিবার (২৯ নভেম্বর) রুশভিত্তিক বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর ড্রোন ও আর্টিলারি হামলায় ইউক্রেনের সাঁজোয়া যান, গোলাবারুদ গুদাম, ইউএভি নিয়ন্ত্রণকেন্দ্র এবং স্টারলিংক টার্মিনাল টার্গেট করে ধ্বংস করা হয়।

এছাড়া, কনস্তানতিনোভকার দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিটগুলো শত্রুপক্ষের তিনটি স্থল রোবোটিক সিস্টেম, একটি অস্থায়ী ঘাঁটি এবং ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ডাগআউট ধ্বংস করেছে বলেও জানান আস্তাফিয়েভ।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন