জাতীয়

পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানানভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব প্রতারকদের বিষয়ে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানানভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

সবাইকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন