কঙ্গোয় নৌকাডুবিতে নিহত অন্তত ২৫
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকাডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। সোমবার (১০ মার্চ) তুরষ্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে যাত্রীবাহী নৌকাটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। স্থানীয় সময় রাত ১১টায় প্রদেশের মুশি শহরে ফুটবাল ম্যাচ খেলা শেষে ফেরার পথে মুশি বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়।
প্রাথমিকভাবে এই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। তবে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এর আগেও নদীর এই অঞ্চলে এমন হতাহতের ঘটনা ঘটেছে। গেলো বছরের ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল।