আন্তর্জাতিক

মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবি: বাংলাদেশিসহ শতাধিক নিখোঁজ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। রোববার (৯ নভেম্বর) এ ঘটনায় একজনের মৃতদেহ ও ১০ জনকে জীবিত উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিন জন মিয়ানমারের পুরুষ, দুই জন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন।

স্থানীয় পুলিশ প্রধান আদজলি আবু শাহ জানিয়েছেন, মিয়ানমারের বুথিডং থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে নৌকাটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সীমান্তের কাছে কর্তৃপক্ষের নজর এড়াতে যাত্রীদের তিনটি ছোট নৌকায় ১০০ জন করে ভাগ করা হয়। এর মধ্যে একটি নৌকা তারুতাও দ্বীপের কাছে এসে ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুরা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছেন। প্রায়শই নৌকা ডুবে মৃত্যু ও নিখোঁজের খবর আসে

এছাড়াও, অনেকে মানব পাচারকারী চক্রের সহায়তায় মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো তুলনামূলকভাবে সমৃদ্ধ আঞ্চলিক দেশগুলোতে সমুদ্রপথে পাড়ি দেওয়ার চেষ্টা করে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন