আন্তর্জাতিক

ইরানে আবারও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানে চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্র ‘খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে উল্লেখ করে দেশটিতে ‘শক্তিশালী হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

রোববার (০৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প জানান, ইরানে যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয়, তবে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দিতে পারে। এর আগে ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টেও তিনি একই ধরনের হুঁশিয়ারি দেন।

সম্প্রতি ইরানে অর্থনৈতিক সংকট, বিশেষ করে রিয়ালের বড় ধরনের দরপতনের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা কয়েক দিন ধরে বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘট চলছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট বলে দাবি করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গ্রহণযোগ্য হলেও দাঙ্গার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প #হুমকি #হামলা