খেলাধুলা

গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে থাকলেও রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দারুণভাবে সামলিয়েছেন গঞ্জালো গার্সিয়া। রোববার (০৪ জানুয়ারি) লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫–১ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়েছেন ২১ বছর বয়সী স্প্যানিশ এই স্ট্রাইকার।

ম্যাচের ২০ মিনিটেই দলের হয়ে গোলের খাতা খোলেন গার্সিয়া। তবে দ্বিতীয় গোলের জন্য বিরতির পর পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। ৫০ মিনিটে দুর্দান্ত এক ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ছয় মিনিট পর রাউল আসেনসিওর গোলে ব্যবধান ৩-০ তে এগিয়ে নেয় স্বাগতিকরা।

গোলের পর গার্সিয়ার উচ্ছাস। এই গোলে অবদান রাখেন সতীর্থ রদ্রিগো।  ছবি- আভাঙ্কা ডট কম
গোলের পর গার্সিয়ার উচ্ছাস। এই গোলে অবদান রাখেন সতীর্থ রদ্রিগো। ছবি- আভাঙ্কা ডট কম

যদিও ম্যাচের ৬৬ মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বেতিস। কিন্তু ৮২ মিনিটে গার্সিয়া নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করলে কার্যত ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রান গার্সিয়া গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল।

তিন আঙুল উঁচিয়ে হ্যাটট্রিক উদযাপন গঞ্জালো গার্সিয়ার।   ছবি- টিভি টু স্পোর্ট
তিন আঙুল উঁচিয়ে হ্যাটট্রিক উদযাপন গঞ্জালো গার্সিয়ার। ছবি- টিভি টু স্পোর্ট

এমবাপ্পের জায়গায় একাদশে নেমে গার্সিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের সংগ্রহ এখন পর্যন্ত ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কিলিয়ান এমবাপ্পে #রিয়াল মাদ্রিদে #গঞ্জালো গার্সিয়া #লা লিগা #ফুটবল