রাজধানী

ঘন কুয়াশার কবলে ঢাকা, থাকতে পারে দুপুর পর্যন্ত

বায়ান্ন প্রতিবেদন

শীতের সকালে ঢাকা যেন কুয়াশার নরম চাদরে ঢাকা এক নীরব শহর। ভোরের আলো ঠিকভাবে ছড়িয়ে পড়ার আগেই বাতাসে ভেসে থাকে ঠান্ডার নিঃশব্দ চাপ, আর দৃষ্টিসীমা জুড়ে ধূসর আবরণ। এমনই এক শীতল দিনে রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিনের আলো ফুরোতে ফুরোতে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে। আর আগামীকাল রোববার সূর্য উঠবে ভোর ৬টা ৪২ মিনিটে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শীত #ঢাকা #রাজধানী