জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গেল ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার নিউমোনিয়া দেখা দেয় এবং একই সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক জটিলতা বেড়ে যায়। 

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া #যুক্তরাষ্ট্র