রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শান্তি আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
কিরিল বিদেশি দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে রাশিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক্স পোস্টে কিরিল লিখেছেন, ‘পুরো বিশ্বই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের শান্তির প্রচেষ্টার প্রশংসা করছে।’
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।
এসএইচ//