ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল। যেটি পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিস্থলে রূপান্তরিত করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এক অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী বিজয়বর্গীয় বলেন, মমতাজ মহলকে প্রথমে মধ্যপ্রদেশের বুরহানপুরে দাফন করা হয়েছিল। পরে তার মরদেহ এমন একটি স্থানে স্থানান্তর করা হয়, যেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল, এবং সেখানেই পরে তাজমহল নির্মিত হয়।
তার এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
এ মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, বিজেপির মন্ত্রীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে জনপরিসরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার মতে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক হতাশারই বহিঃপ্রকাশ এবং আলোচনায় থাকার একটি কৌশল।
তবে বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বশীল মন্ত্রী যখন এ ধরনের বক্তব্য দেন, তখন তা রাজনৈতিক ও সামাজিকভাবে আরও বেশি বিতর্কের জন্ম দেয়। কৈলাস বিজয়বর্গীয়র অতীতেও এ ধরনের আকস্মিক ও বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে।
এসএইচ//