আন্তর্জাতিক

কাদায় আটকে গেল ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সহায়তা দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার। গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর)  দক্ষিণ শ্রীলঙ্কায় অবতরণের সময় হেলিকপ্টারটির চাকা নরম মাটিতে দেবে যায়।

জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড় ‘দিটওয়াহ’-এর আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ‘অপারেশন সাগর বন্ধু’-র অধীনে ত্রাণ ও উদ্ধারকাজ চলাচ্ছিল ভারতীয় বিমান বাহিনী। সেই কার্যক্রমের অংশ হিসেবেই হেলিকপ্টারটি দুর্গত এলাকায় গিয়েছিল। তবে পাইলট ভুলবশত এমন একটি স্থানে অবতরণ করেন যা পূর্বে জরিপ করা ছিল না। অবতরণ স্থলের মাটি নরম হওয়ায় হেলিকপ্টারের চাকা সেখানে আটকে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা এবং সামরিক বাহিনীর সদস্যরা মিলে একসঙ্গে কাদার ভেতর থেকে বিশালাকার হেলিকপ্টারটিকে ঠেলে বের করার প্রাণপণ চেষ্টা করছেন। দীর্ঘ প্রচেষ্টার পর হেলিকপ্টারটি উদ্ধার করা সম্ভব হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রীলঙ্কা #ভারত #বিমান বাহিনী #হেলিকপ্টার