জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

বায়ান্ন প্রতিবেদন

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী বা দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। যাত্রীসাধারণকে এই সময়ে সহযোগিতা করার জন্য বিমান কর্তৃপক্ষ অনুরোধ করেছে।

এই পদক্ষেপটি নেয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে। ২০০৮ সালে ওয়ান ইলেভেনের পর কারাগার থেকে মুক্ত হয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে গেছেন তিনি। ২০১২ সালে সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং এক বছরের মধ্যে তা গ্রহণযোগ্য হয়। এরপর দীর্ঘ সময় ধরে দেশে ফিরেননি তিনি।

তারেক রহমানের আগমনের কারণে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সহযাত্রী #পরিদর্শক #বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ #হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর