জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নম্বর কক্ষে এ ঘটনা ঘটে । আটককৃত পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহিন।
ওই পরীক্ষার্থী স্বীকারোক্তিতে বলেন, ‘আজ সোমবার অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জহির রায়হান অডিটরিয়াম ভবনে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় আমি একজন পরীক্ষার্থী ছিলাম। আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, উপরে উল্লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় আমি ‘Huawei 9Y Prime’ মডেলের একটি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ফোনে তার ছবি তুলে ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর বের করে উত্তরপত্র পূরণ করা অবস্থায় কেন্দ্রের পরিদর্শক দেখতে পেয়ে আমাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।’
তিনি আরো বলেন, ‘আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় পুনরায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আমি অসদুপায় অবলম্বন করেছি। উপরে বর্ণিত তথ্যসমূহ নির্ভুল ও সম্পূর্ণ সত্য। আমার দ্বারা সংঘটিত অপরাধে কর্তৃপক্ষ যে ধরনের শাস্তি প্রদান করবেন আমি তা মেনে নিতে বাধ্য থাকব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশেদুল ইসলাম বলেন, ‘সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বি ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন দিয়ে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তরপত্র বের করে পরীক্ষা দিচ্ছিলেন। কেন্দ্রের কর্তব্যরত শিক্ষক তাকে মোবাইলসহ আটক করতে সক্ষম হন। আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সুপারিশমালা তৈরি করছেন এবং পরীক্ষা শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের কাছে সেই সুপারিশ মালা প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, ‘এ ধরনের অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য এবং ঢাকা জেলার প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে। আজকে সকালে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মহোদয়ের সঙ্গে কথা হয়েছে এবং তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আশ্বস্ত করেছেন। ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের এই ধরনের অপরাধ থেকে দূরে থাকার জন্য আহ্বান করছি।’
এসএইচ//