দেশজুড়ে

হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বাংলাদেশ পন্থী ছাত্র জনতার ব্যানারে শত শত ছাত্র-জনতা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে হাজারো ছাত্র-জনতা অংশ নেন। মিছিলটি পঞ্চগড়–তেঁতুলিয়া মহাসড়কের জেলা জজ কোর্ট পর্যন্ত গিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের সমন্বয়ক ফজলে রাব্বীসহ গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের নেতারা বক্তব্য দেন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার এবং প্রকাশ্যে ঘুরে বেড়ানো আওয়ামী লীগের নেতাদের আটক করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ৫ আগস্টের মতো আবারও রাজপথে নামার ঘোষণা দেন তারা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শরিফ উসমান হাদি #পঞ্চগড় #হাদি