ওসমান হাদিকে করা গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর দুই-একটি অংশবিশেষ এখনো মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অভিজ্ঞ নিউরো সার্জনরা তার অপারেশন করেছেন। এর আগে তার সিটিস্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই-একটি প্রিলেট মানে ছোট পুঁতি থেকেও আরও ছোট ধাতব বলের অস্তিত্ব রয়েছে। অস্ত্রোপচারের সময় সেই রকম একটি প্রিলেট বের করা হয়েছে।
আরও দুই-একটি ব্রেনের মধ্যে আছে। এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেসার কমিয়ে আনার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জাহিদ রায়হান বলেন, বাম দিকের খুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ গুলিটি এই দিক থেকে বেরিয়েছে। এই দিকের মাথার খুলি খুলে রাখা হয়েছে। হাদির মস্তিস্কে পানি ও রক্ত জমাট বেঁধে ছিল সেগুলো অপসারণ করে চাপ কমিয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, হাদিকে যখন এভার কেয়ারে নেয়ার জন্য এম্বুল্যান্সে তোলা হচ্ছিল তখন তার নাক ও গলা দিয়ে পুনরায় রক্তক্ষরণ শুরু হয়। তবে চিকিৎসকরা সেটি থামাতে পেরেছেন। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাচিয়ে রাখা হয়েছে। জীবনের যে লক্ষণ এবং শ্বাস প্রশ্বাস নেয়ার যে ক্ষমতা সেটি তার রয়েছে। এই মুহুর্তে চিকিৎসকরা কোন আসার কথা শোনাতে পারছেন না।
আই/এ