ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের ওপরে গণভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, ২২ জানুয়ারি ২০২৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।
সিইসি বলেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিস্পত্তি ১২-১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।
এর আগে, ৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হতে পারে। ওই দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আই/এ