দেশজুড়ে

সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধ মীমাংসার সালিসি বৈঠকে শ্বশুরকে পিটয়ে হত্যা করেছে জামাতা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত ওই বৈঠক শেষে হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক হারান আলী শেখকে (৫৫) তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হারান আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর তার ছেলে ইকবাল হোসেন রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ইকবাল জানান, তার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে চলমান পারিবারিক বিরোধ মেটাতে ব্রাক্ষণগাতী গ্রামে সালিস বসে। বৈঠকের একপর্যায়ে কথাকাটির জেরে আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। 

হামলায় ইকবাল, তার মা মরিয়ম বেগম, বোন শাপলা, ভাগনে আলামিন এবং তার বাবা হারান আলী আহত হন। হারান আলীর অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, পারিবারিক সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শেষে আবুল কালামের লোকজন হামলা চালিয়ে হারান আলীকে পিটিয়ে হত্যা করে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #হত্যা #পিটিয়ে হত্যা #শ্বশুরকে পিটিয়ে হত্যা