আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় এই তফসিল ঘোষণা করবেন।
এর আগে বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিটিভি ও বেতারে প্রচারের জন্য সিইসির ভাষণ রেকর্ড করা হয়। রেকর্ডিং শেষে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার সিইসির ওই ভাষণ সম্প্রচারিত হলেই আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা হবে।
এবারের জাতীয় নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। বিপুল সংখ্যক ভোটারের জন্য নির্বাচন কমিশন মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা। পাশাপাশি দ্রুততা আনতে প্রতিটি কেন্দ্রে একটি কক্ষে রাখা হবে দুটি পৃথক গোপন বুথ।
এবার প্রথমবারের মতো দেশের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রবাসী ভোটার এবং কারাবন্দীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এমএ//