খেলাধুলা

কুন্দের জোড়া গোলে অবশেষে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে গত রাতটা ছিলো ক্যাম্প ন্যু’র জন্য একটু রোমাঞ্চকর। কেননা, ২০২২ সালের পর এই রাতেই ঘরের নতুন মাঠে নামে বার্সেলোনা। কিন্তু প্রত্যাবর্তনের সেই রাত শুরু হয়েছিল দুশ্চিন্তা দিয়ে। ম্যাচের ২১ মিনিটেই পিছিয়ে পড়ে কাতালান ক্লাব। তবে বিরতির পর ম্যাচের ছড়ি নিজের হাতে তুলে নেন এক ডিফেন্ডার। জুল কুন্দের জোড়া গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–১ ব্যবধানে হারিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল বার্সেলোনা। 

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বার্সা। ২১ মিনিটে আন্সগার কেনাউফের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। প্রথমার্ধজুড়ে প্রতিপক্ষের আক্রমণে বেশ বিপর্যস্ত দেখায় বার্সার রক্ষণভাগ। ঘরের মাঠে খেলেও নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পাচ্ছিল না স্বাগতিকরা।

বিরতির পর পুরোপুরি বদলে যায় ছবি। ৫০ মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রসে হেডে গোল করে দলকে সমতায় ফেরান জুল কুন্দে। সমতার আনন্দ কাটতে না কাটতেই তিন মিনিট পর আবারও আক্রমণে ওঠে বার্সা। ফের হেডে বল জালে পাঠান কুন্দে।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়হীনতা কাটল। এর আগে ক্লাব ব্রুগের সঙ্গে নাটকীয় ৩-৩ ড্র ও চেলসির কাছে ৩-০ ব্যবধানের হার দেখতে হয়েছিল তাদের। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এই জয়ের ফলে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে এই হারের পর টেবিলের তলানি; ৩০তম স্থানে ঠেকেছে জার্মান ক্লাবটি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুল কুন্দের জোড়া গোলে #চ্যাম্পিয়ন্স লিগে #বার্সেলোনা