জাতীয়

সিইসির ভাষণ সম্প্রচারের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ১০ ডিসেম্বর ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে। আর ১২ ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে ৮ ও ১০ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হওয়ারও সম্ভাবনা আছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে ইসি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি