দেশজুড়ে

প্রেমের জেরে সংঘর্ষে যুবক নিহত, প্রেমিকার দুই ভাই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে আয়নাল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছেপ্রেমিকার পরিবারের লোকজন তাকে পাথর দিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  মারা যান আয়নাল। তিনি তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের কাটাগারি গ্রামের বাসিন্দা এবং মৃত বাদশা শেখের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই গ্রামের বাহের আলীর মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল আয়নালের। বিষয়টি জানতে পেরে পরিবার একাধিকবার তাকে সম্পর্ক ছিন্ন করার জন্য সতর্ক করেছিল।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেয়েটির বাড়ির দিকে যাওয়ার সময় পথেই আয়নালকে আটকে দেন বাহের আলী ও তার দুই ছেলেজামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২)। কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী, তারা আয়নালকে বেধড়ক পিটিয়ে আহত করেন।

আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হলে বৃহস্পতিবার ভোরে তিনি প্রাণ হারান।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, “প্রেমঘটিত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। দুই ভাইকে আটক করা হয়েছে। মামলার কাজ চলছে।

 

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ