সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারের হাতে আর্থিক সহায়তা, ফলমূল ও খাদ্যসামগ্রী তুলে দেন। সহায়তা পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি শহীদ দুই পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন এবং পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক বলেন, “যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়িত্ব আমাদের সবার। প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিবারগুলো জানান, প্রশাসনের এ ধরনের উদ্যোগ তাদের মনে নতুন শক্তি যোগায় এবং শহীদদের ত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।
জেলা প্রশাসক আরও জানান, ভবিষ্যতেও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করবে।
আই/এ